মতলবে ফুটপাত দখল মুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান

মতলব দক্ষিনের মতলব সদর বাজারের ফুটপাত মুক্ত করতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ।
গত ১০ জুলাই বৃহস্পতিবার বিকালে মতলব বাজার হাজী বিরানির দোকানের সামনে থেকে নবনির্মিত গ্রেনের উপর থেকে সকল ধরনের দোকান সরিয়ে নিতে এ অভিযান চালান । এর আগেও তিনি ফুটপাত মুক্ত রাখতে অভিযান চালিয়েছিলেন ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সচিব মোঃ সাইফুর রহমান ও সাংবাদিক সমীর ভট্টাচার্য্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ।
এ সময় তিনি সকল দোকানদারকে ফুটপাত মুক্ত রাখতে নির্দেশ দিয়ে বলেন এরপর থেকে যদি কেউ ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করেন তাহলে ভ্রাম্যমান আদালত দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।