চাঁদপুর সকাল

মতলব দক্ষিণে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের উদ্বোধন

প্রায় ১ মাস আগে
মতলব দক্ষিণে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের উদ্বোধন
জেলার প্রথম ও একমাত্র সাস্ত্রী ও সৃজনশীল সংগীতালয় “সপ্তরূপা নৃত্য শিক্ষালয় ” এর মতলব দক্ষিণ উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছে। ৯ জুলাই বিকেল চারটায় উপজেলা স্কাউট ভবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর সভাপতিতে বক্তব্য রাখেন, উপজেলা স্কাউটস এর সম্পাদক ইমরান হোসেন খান, শোাভা সঙ্গীতায়নের পরিচালক অধ্যাপক দুলাল পোদ্দার, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিম, উদীচী মতলব দক্ষিণ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র ঘোষ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষালয়ের পরিচালক প্রান্ত সেন চৌধুরী।


অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ মোমবাতি প্রজ্জালন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে এই শিক্ষালয়ের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করে।