মতলবে বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মতলব পৌরএলাকার ভাঙ্গারপাড় এলাকায় রোববার (৩ আগস্ট ২০২৫) বাদ জোহর নিজ বাড়ি সংলগ্ন বালুর মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আইয়ুব আলী (৭০)কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে।
এদিন ভোর সাড়ে ৫টায় নিজ বাসভবনে (বেপারী বাড়িতে) বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর বেপারী বাড়ি সংলগ্ন বালুর মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন, মতলব দক্ষিণ থানার সাব-ইন্সপেক্টর জামশেদ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উল্যাহ সরকার,
সহকারী কমান্ডার মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা বিভূতি ভূষণ সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।