চাঁদপুর সকাল

আমাদের সম্পর্কে

চাঁদপুর সকাল একটি নিরপেক্ষ, সত্যনিষ্ঠ ও জনগণের প্রতি দায়বদ্ধ সাপ্তাহিক সংবাদপত্র, যা ২০০৬ সালে আত্মপ্রকাশ করে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক চাঁদপুরের প্রখ্যাত শিক্ষা সংগঠক ও সাংবাদিক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন ও প্রযুক্তি প্রকৌশলী আলী হায়দার-এর হাত ধরে রঙিন ছাপায়, ঝকঝকে ছবিতে ও উন্নতমানের কাগজে প্রথম থেকেই পত্রিকাটি প্রকাশিত হয়।

প্রকাশের শুরু থেকেই ‘চাঁদপুর সকাল’ লক্ষ্য করে এসেছে সমাজের প্রতিটি স্তরের মানুষের জীবনের সঠিক চিত্র তুলে ধরা, স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে ব্যবহার করা।

পত্রিকাটির মূল শক্তি — এর পেছনের কারিগররা। যাঁরা স্থানীয় রাজনীতি, অর্থনীতি, সামাজিক অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা ও পরিবেশগত ইস্যু নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে থাকেন।

প্রিন্ট সংস্করণে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে পাঠকের আস্থা অর্জনের পর, আমরা বুঝতে পারি — সময় এসেছে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়ার। তাই আমরা ২০২৫ সালের জুন মাসে চালু করি chandpursakal.com, যেখানে পাঠকেরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে চাঁদপুর এবং বাংলাদেশের খবর সহজেই পড়তে পারেন। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত সংবাদ আপডেট, সম্পাদকীয়, মতামত, ফটো রিপোর্ট, পাঠক চিঠি এবং বিশেষ প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা শুধু পেশা নয় — এটি একটি সামাজিক দায়বদ্ধতা। 'চাঁদপুর সকাল' সেই দায়িত্ববোধকে সামনে রেখে সাংবাদিকতার আদর্শ মেনে প্রতিদিন কাজ করে যাচ্ছে। আমাদের কাছে একটি সংবাদ শুধু তথ্য নয় — এটি পরিবর্তনের হাতিয়ার।

যে কোনো মতামত, সমালোচনা, খবর বা তথ্য আমাদের কাছে পৌঁছে দিতে পারেন নির্ভয়ে। আমরা চাই, ‘চাঁদপুর সকাল’ হোক আপনাদের মঞ্চ, যেখানে সত্য ও সচেতনতার আলো সর্বত্র ছড়িয়ে পড়ে।