চাঁদপুর সকাল

চাঁদপুর হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা

২০ দিন আগে
চাঁদপুর হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা করেছে রোগীর পরিবাবের লোকজন।


ঘটনাটি ঘটেছে ১৯ অক্টোবর সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে। খোঁজ নিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানাগেছে, কল্যানদী এলাকার আরিফুজ্জামান (৪২) নামে ব্যাক্তি অসুস্থ অবস্থায় বিকাল সাড়ে ৪ টায় তার স্ত্রী ও আত্মীয় স্বজনরা তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।


হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাহমুদুল হাসান সুমন ১১৬ নং কক্ষে বসে রোগীদের ব্যবস্থাপত্র দেন। আরিফুজ্জামান নামের রোগী সেই কক্ষে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। ব্যবস্থাপত্র লিখে দিলে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় বাড়ি চলে যান বলে জানাযায়। বাড়িতে গেলে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে পূর্বের ব্যাক্তিরাই তাকে আবার হাসপাতালে নিয়ে আসেন।


পথেই আরিফুজ্জামান মারা জান। তার স্ত্রী রোগী নিয়ে হাসপাতালে এসেই উত্তেজিত হয়ে উঠেন। সাথে থাকা যুবক ও ডাক্তারকে সিএনজি থেকে রোগী না নামিয়েই ডাক্তারকে গালমন্দ করতে থাকেন। আরিফুজ্জামানের স্ত্রী ওয়ার্ড বয় কাউসার আহমেদ রোগী নামাতে গেলে প্রথমে তার গায়ে হাত তুলেন। পরে ওই যুবক সিএনজি স্কুটার থেকে নেমেই ১১৬ নং কক্ষে প্রবেশ করে চিকিৎসক মাহমুদুল হাসান সুমনের উপর হামলা চালায়।


তাকে কিল, ঘুষি ও লাথি মেরে মারাত্মক ভাবে আহত করে। হামলার বিষয়টি টের পেয়ে প্রথমে হাসপাতালের দায়িত্বে থাকা আনসার সদস্য ছুটে আসেন।


পরে বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশ কে অবগত করা হলে অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া ও সঙ্গিয় পুলিশ সদস্যরা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।


চিকিৎসকের উপর হামলার বিষয়টি জানতে পেরে চিকিৎসক নুরে আলম, সৈয়দ আহমেদ কাজল, আনিসুর রহমান ছুটে আসেন। চাঁদপুর মডেল থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে চিকিৎসকের উপর হামলাকারীরা মৃত আরিফুজ্জামানের লাশ ফ্রিজিং এম্বুলেন্স নিয়ে চলে যায়। আহত চিকিৎসক মাহমুদুল হাসান সুমন চিকিসা সেবা নিয়ে রাতে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।