চাঁদপুর সরকারি হাসপাতালে রোগীদের খোঁজখবরে জেলা জামায়াত নেতৃবৃন্দ

চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ রোগীদের খোঁজখবর নিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ নভেম্বর) বাদজুমা জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তারা রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, সরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা ও সেবার নিশ্চয়তা নিশ্চিত করা সবার মৌলিক অধিকার। আমরা চাই—চাঁদপুর সরকারি হাসপাতাল দেশের একটি আদর্শ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে উঠুক।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সব সময় মানবসেবার কাজে পাশে আছে এবং থাকবে। সমাজে অসুস্থ, দরিদ্র ও অবহেলিত মানুষের সেবাই আমাদের অন্যতম দায়িত্ব। হাসপাতাল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন শহর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সহ-সেক্রেটারি মো. সবুজ খানসহ জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে দলীয় নেতারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসক ও নার্সদের মানসম্মত সেবা প্রদানে উৎসাহিত করেন।




