চাঁদপুর সকাল

শাহরাস্তিতে তালিকাভুক্ত চার মাদক ব্যবসায়ী আটক

১৬ দিন আগে
শাহরাস্তিতে তালিকাভুক্ত চার মাদক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর পৌনে ১টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে শাহরাস্তি উপজেলার টামটা এলাকা থেকে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৪৩) কে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৪৬ পিচ ইয়াবা এবং নগদ ৩ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


একইদিন শাহরাস্তি উপজেলায় আরেকটি অভিযানে তালিকাভুক্ত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে যৌথবাহিনী। রোববার বেলা ১১টা ২৫ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী শিমুল (২৮), তাপস (৩৫) এবং শাহপরাণ (২০)কে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩১ গাজর ২৪৪ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।