চাঁদপুর সকাল

শাহরাস্তিতে চিকিৎসার অভাবে মেধাবী ছাত্র দীপ্তের আত্মহত্যা

৪ দিন আগে
শাহরাস্তিতে চিকিৎসার অভাবে মেধাবী ছাত্র দীপ্তের আত্মহত্যা
চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘ ৭ বছর ধরে চিকিৎসার অভাবে অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন মেধাবী তরুণ দীপ্ত চন্দ্র দাস (২২)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের দোপা বাড়ির নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে হাজীগঞ্জ–রামগঞ্জ সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দীপ্ত। তার ডান পায়ে রিং বসানো হলেও অর্থাভাবে তা অপসারণ করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার আশায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়ালেও প্রতারণার শিকার হন তিনি।


বাবার সামান্য জমিজমা বিক্রি, এনজিও ঋণ ও আত্মীয়–স্বজনের ধার-দেনাতেও চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় গভীর হতাশায় ভুগছিলেন দীপ্ত। পরিবারের অভিযোগ, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পুরো পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। ভিটেমএসহ সর্বস্ব হারিয়েও ছেলের চিকিৎসা করাতে না পেরে কোনো আশার আলো দেখেননি তারা। শুক্রবারেও চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল দীপ্তর। ঘটনার দিন প্রথমে দীপ্তর নানী গিরি বালা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।


পরে খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা জানান, দীপ্ত ছিলেন এলাকার প্রিয় ও মেধাবী তরুণ।


চিকিৎসা অবহেলা, দায়িত্বশীলদের উদাসীনতা এবং চরম আর্থিক সংকট তার অকাল মৃত্যুর পথ ত্বরান্বিত করেছে। এ ঘটনায় গ্রামবাসীর অনেকে প্রশ্ন তুলেছেন- “অসহায়দের প্রতি সমাজপ্রতিদের কোনো দায়বদ্ধতা নেই কি?” সম্ভাবনাময় এক জীবনের এমন মর্মান্তিক সমাপ্তি পরিবারসহ পুরো গ্রামবাসীকে শোকে স্তব্ধ করে দিয়েছে।


এ বিষয়ে সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, শাহরাস্তি শাখার সভাপতি আইনূর নাহার বলেন, গত রবিবার ও সোমবার চাঁদপুরের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে দীপ্তের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে নিউজ প্রকাশিত হয়েছে। এমনকি তার পরিবারের সাথে আমার কথা হয়েছে যে, শুক্রবার তাকে হাজীগঞ্জে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার কথা।


এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বলে দীপ্তের জন্য একটা প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং মরদেহের ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।