অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে বিক্ষোভ : ঢাকা-শাহরাস্তির সড়ক যোগাযোগ বন্ধ

অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে চাঁদপুরের শাহরাস্তিতে বিক্ষোভ করেছে পদ্মা এক্সক্লুসিভ পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা।
এনিয়ে চাঁদপুর থেকে ঢাকার দুইটি বাসা সার্ভিস সকাল থেকে বন্ধ রয়েছে। হঠাৎ করেই বাস সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। অনেকেই কাউন্টারে বসে থাকতে দেখা গেছে। জানা যায়, চাঁদপুর থেকে ঢাকা পর্যন্ত আল আরাফাহ ও পদ্মা এক্সক্লুসিভ নামের দুটি পরিবহন যাত্রি বহন করে আসছে।
পদ্মা এক্সক্লুসিভ মালিক পক্ষ আল আরাফাহ পরিবহনের রোড ফরমেট না থাকার অভিযোগ এনে সকাল থেকে বিক্ষোভ করে। এর প্রেক্ষিতে সকাল থেকে দুটি সার্ভিস বন্ধ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ঘটনাস্থলে এসে উভয় পক্ষের কথা শুনে জেলা প্রশাসকের সাথে কথা বলেন।
জেলা প্রশাসক মহসীন উদ্দিন উভয় পক্ষের সাথে সভা করে পরবর্তী সীমান্তের আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু জানান, ফিটনেস বিহিন বাস, অতিরিক্ত ভাড়া আদায়, অনুমতি ছাড়া কাউন্টার সহ নানা অনিয়মের জন্য আমরা প্রতিবাদ করছি।
পদ্মা এক্সক্লুসিভ মালিক সমিতির সদস্য সুমন মিজি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের তোপের মুখে পদ্মা এক্সক্লুসিভ মালিক ও শ্রমিকরা কোনঠাসা হয়ে পড়ে। আমরা এধরণের বৈষম্য চাই না।
আল আরাফাহ পরিবহনের কাউন্টার ম্যানেজার রুবেল হোসেন জানান, আমরা নিয়ম মেনে পরিবহন পরিচালনা করছি হঠাৎ করেই প্রতিপক্ষরা আমাদের উপর চড়াও হয় এতে চালক ছানাউল্লাহ আহত হয়। (ওসি) আবুল বাসার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন আমরা তা বাস্তবায়ন করবো।
এ ঘটনায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, আমরা কাগজপত্র খতিয়ে দেখবো। কোন প্রকার নিয়মের ব্যত্যয় ঘটলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।