চাঁদপুর সকাল

শাহরাস্তিতে রেল স্টেশন মাস্টারের ওপর হামলায় পৌর বিএনপি নেতা আটক

১৩ দিন আগে
শাহরাস্তিতে রেল স্টেশন মাস্টারের ওপর হামলায় পৌর বিএনপি নেতা আটক

চাঁদপুরের শাহরাস্তিতে রেলওয়ের জায়গা দখল নিয়ে বিরোধের জেরে স্টেশন মাস্টার রফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগে শাহরাস্তি পৌর বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।


বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি থানার উপপরিদর্শক আল আমিন তাকে আটক করে থানায় নিয়ে যান।


ঘটনার বিবরণে জানা যায়, গত ২ সেপ্টেম্বর স্টেশন মাস্টার রফিকুল ইসলাম রেলওয়ের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও দখলের প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে চাঁদপুরের জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর ঘটনাস্থলে তদন্তে আসেন। তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলামের ওপর কিল-ঘুষি মারেন। এতে উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েন।


পরে তদন্তকারী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ঘটনাস্থল ত্যাগ করেন। স্টেশন মাস্টার রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “দেলোয়ার হোসেন রেলওয়ের জায়গায় কৃষি লিজ এনে স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এবং অবৈধভাবে দখল করে আসছেন। এ বিষয়ে আমি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তদন্তের সময়ই তিনি আমাকে শারীরিকভাবে আক্রমণ করেন।”


এ বিষয়ে জিআরপি থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, “আমি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসি। তদন্ত চলাকালীন সময়ে হঠাৎ করে অভিযুক্ত দেলোয়ার হোসেন স্টেশন মাস্টারকে আক্রমণ করেন।” অভিযুক্ত দেলোয়ার হোসেন এ ঘটনায় স্বীকারোক্তি দিয়ে বলেন, “আমার ভুল হয়েছে, গায়ে হাত দেওয়া ঠিক হয়নি।”