চাঁদপুর সকাল

শাহরাস্তিতে আওয়ামীলীগের ঝটিকা মিছিল : ৪ নেতা-কর্মী আটক

প্রায় ২ মাস আগে
শাহরাস্তিতে আওয়ামীলীগের ঝটিকা মিছিল : ৪ নেতা-কর্মী আটক

শাহরাস্তিতে ৭৬তম আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করে কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া সংগঠন সংগঠনটির নেতা-কর্মীরা। সোমবার (২৩ জুন ২০২৫) সন্ধ্যায় ওয়ারুক রেল স্টেশন বাজার এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের করে তারা। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই তারা পালিয়ে যায়। পুলিশ ঝটিকা মিছিলের ছবি সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করতে শুরু করে। রাতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। তারা হলেন : আওয়ামীলীগ নেতা মো. দুলাল তালুকদার, ফারুক হোসেন, সেলিম মুন্সি ও মেহেদী হাসান। পুলিশ জানায়, রাতেই আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মূল পরিকল্পনাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শাহরাস্তি মডেল থানার (ওসি) আবুল বাশার জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। কাউকেই ছাড় দেয়া হবে না। আসামীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।