চাঁদপুর সকাল

চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রায় ১ মাস আগে
চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার আয়োজনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই (সোমবার) বাদ আসর চাঁদপুর শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর, ফরিদগঞ্জ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।


বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর-হাইমচর আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “২০২৪ সালের জুলাই মাসের আন্দোলন দমন করতে গিয়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। হাজারো ছাত্র-জনতা আহত হয়েছেন, কেউ হারিয়েছেন অঙ্গপ্রত্যঙ্গ, কেউ চোখের দৃষ্টিশক্তি। এই আত্মত্যাগের বিনিময়েই দেশের জনগণ নতুন করে সচেতন হয়েছে।”


তিনি আরও বলেন, “জুলাইয়ের শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ জাতির কাছে চিরস্মরণীয়। আগামী প্রজন্ম যেন এদের ত্যাগ থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। কুরআনভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে প্রজ্ঞা, সাহস ও সংগ্রামের মাধ্যমে।”


তিনি আরও আশ্বাস দেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামি সবসময় তাঁদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান এবং পরিচালনা করেন শহর সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শূরা সদস্য মাওলানা তাফাজ্জল হোসেন, অ্যাডভোকেট মামুন মিয়াজী, গোলাম মাওলা প্রমুখ।


আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি জাফর আহমেদ।