চাঁদপুর সকাল

হানারচর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

৬ মাস আগে
হানারচর ইউনিয়ন বিএনপির নতুন সদস্য ফরম ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নে বিএনপির নতুন সদস্য ফরম ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


শনিবার ১৯ জুলাই ২০২৫ বিকেলে ইউনিয়নের সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফরম কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষযক সম্পাদক, জেলা জজ আদালতের পিপি ও সমন্বয়কারী অ্যাড. কুহিনূর বেগম।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘরে ঘরে ধানের শীষের দুর্গ তৈরি করতে হবে আমাদের। এ ইউনিয়ন টিকে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত করে তুলতে হবে। বিগত ১৭ বছর আপনারা পরিবার-পরিজন ছেড়ে কাটাতে হয়েছে বাড়ির বাহিরে। এখন সময় এসেছে নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে জনগণের পাশে কাজ করার।


তিনি আরো বলেন, ধর্ম নিয়ে যারা রাজনীতি করেন তারা অপব্যাখা দিয়ে যাচ্ছেন। এই চক্রটি মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে একটি গ্রুপ ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র কে রুখে দিয়ে আগামীতে দেশ নায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এর সাথে সাথে চাঁদপুরে গণমানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ভোটের মাধ্যমে জয়লাভ করে সংসদে পাঠাতে হবে।


হানারচর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।


চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আক্তার হোসেন সাগরের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ- সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক শাহজাহান কবির খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন গাজী সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।


এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি অ্যাড. রেহেনা ইয়াসমিন কচি, চাঁদপুর জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাড.ইয়াসিন আরাফাত ইকরাম, চাঁদপুর পৌর যুবদলেন যুগ্ন-আহ্বায়ক কাইয়ূম খান, সহ দপ্তর সম্পাদক রাসেল খান পায়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃমেহেদী হাসান খান জনি, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অজিউল্লাহ জিন্না,ইব্রাহীম, তানভীর আহমেদ জনি, রানা, সেলিম মুন্সি, রিয়াদ খান, মুরাদ মোল্লা, জেলা জাসাসের সদস্য ইউনুস, জেলা মৎসজীবী দলের সদস্য সচিব মনির গাজী সহ স্হানীয় নেতৃবৃন্দ।