জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে চাঁদপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ পালন উপলক্ষে সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে দলের কার্যালয়ে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তাঁরই উত্তরসূরি তারেক রহমানও জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিলো, সেটিই আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান। জাতিকে তিনি নতুন আশার আলো দেখাচ্ছেন।
অ্যাড. সেলিম আরো বলেন, ৭ নভেম্বর দিনটি রাজনীতিতে গুরুত্বপূর্ণ। ১৯৭৫ সালে সিপাহী-জনতা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করা হয়। দেশের বিরুদ্ধে চক্রান্তকারীরা জিয়াউর রহমানকে বন্দী করে রেখেছিল। সে অবস্থা থেকে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ তাঁকে মুক্ত করে নিয়ে আসে। এরপরই ইতিহাসে শুরু হয় বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন (মেহেদী হাসান), চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।




