চাঁদপুরে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনে ফুলেল শুভেচ্ছা

এছাড়াও ফরিদগঞ্জ উপজেলার ধানুয়ায় সদ্যপ্রয়াত শহীদ জিয়া স্মৃতি সংসদের চাঁদপুর জেলা শাখার সাবেক আহবায়ক মরহুম তোফাজ্জল হোসেন শাকিল পাটওয়ারীর কবর জিয়ারত ও রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় শহীদ জীয়া স্মৃতি সংসদের সভাপতি রেজাউল কবির দীপু, সাধারণ সম্পাদক সৈয়দ আল আমিন সম্রাট, সাংগঠনিক সম্পাদক চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ফরাজী, কেন্দ্রীয় জিয়া স্মৃতি সংসদের সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ সরকার মোঃ আতাউর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক এমদাদুল হক মিলন, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক নুরে আলম খান, কেন্দ্রীয় নেতা মোঃ শরীফ খান, চাঁদপুর জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর আহ্বায়ক মনির হোসেন তালুকদার, সদস্য সচিব মাসুদ পালোয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সোহেল, জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সদস্য মাসুদ মাল, জসিম মাল প্রমুখ।
উল্লেখ্য জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাবেক আহ্বায়ক শাকিল পাটোয়ারী গত ২৭ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।