চাঁদপুরে সালিশিতে বিএনপির কেউ গেলে তাৎক্ষণিক বহিষ্কার : শেখ ফরিদ আহমেদ মানিক

শুক্রবার হাইমচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনগুলোর এক যৌথ সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, “চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপস নেই। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরো বলেন, তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে তিনি কোনো অন্যায়ের সঙ্গে আপস করতে রাজি নন। শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার জন্য বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি হাইমচরের হিন্দু পরিবারগুলোকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য আশ্বস্ত করেন।
তিনি এ মাসের মধ্যে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার নির্দেশ দেন এবং হাইমচর উপজেলা মহিলা দলের কমিটি দ্রুত গঠনের নির্দেশনাও দেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলগী বাজার আদর্শ শিশু নিকেতন হলরুমে হাইমচর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, সহ সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামন, খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কোহিনুর বেগম। হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ গাজী,
সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল, ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আলম জিতু, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল্লাহ বকাউল, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সিকদার, ৩নং দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মাঝি, আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম চৌকিদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, উপজেলা যুবদলের উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলাদ মাঝি, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী, উপজেলা মহিলা দলের নেত্রী শাহানরা নারগিস, মৎস্যজীবী দলের সভাপতি রেজাউল করিম, হাইমচর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউদ্দিন স্বপন,
উপজেলা তাঁতী দলের সভাপতি সদস্য সচিব সবুজ মিয়া পেদা, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সংগঠনের নেতৃবৃন্দ।