চাঁদপুর সকাল

শাহমাহমুদপুরের কুমারডুগিতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণ ও নগদ অর্থ লুট

১৬ দিন আগে
শাহমাহমুদপুরের কুমারডুগিতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণ ও নগদ অর্থ লুট

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে কুমারডুগিতে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।


বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে ইউনিয়নের কুমারডুগি খান বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ৮ থেকে ১০ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা গেটের তালা ভেঙে অন্য ডাকাতদের ঢোকার সুযোগ করে দেয়। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক মারধর চালায় এবং বাড়ির প্রতিটি রুম তন্ন তন্ন করে তল্লাশি চালায়। ডাকাতরা আলমারি ও লকার ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ৬ লাখ টাকা এবং বিদেশি মুদ্রা বাংলাদেশী টাকায় প্রায় আড়াই লাখ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী পরিবারের প্রধান শফিক খান ও তার স্ত্রীকে গুরুতরভাবে মারধর করা হয়।


ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।ভুক্তভোগীর ছোট ভাই রবিউল খান জানান, “রাতের ওই ভয়াবহ ঘটনার পর পরিবারের সবাই আতঙ্কে আছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানাই।”


এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ভুক্তভোগীরা স্বামী স্ত্রী দুজনেই শুধু এই বাড়িতে বসবাস করে আসছেন। ঐ দম্পতিদের ছেলে সম্ভবত জায়গা কেনার জন্য বিদেশ থেকে পাঠিয়েছে। তবে আমার ধারণা মতে ডাকাতদল আগে থেকেই পরিকল্পনা করে ডাকাতির ঘটনা ঘটিয়েছে।