সদরের বিদায়ী এসিল্যান্ড আল এমরান খাঁনকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে পোস্টিং

চাঁদপুর সদর উপজেলার বিদায়ী জনবান্ধব এসিল্যান্ড সিনিয়র সহকারী সচিব আল এমরান খাঁনকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে পোস্টিং দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫খ্রি.) চট্রগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (জেনারেল ) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর স্বাক্ষরিত এক পত্রে তাকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে পোস্টিং দেওয়া হয়।
তিনি এর আগে চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
গত বুধবার (২০ আগস্ট ২০২৫খ্রি.) তিনি চাঁদপুর সদর উপজেলার থেকে বিদায় নেন এসিল্যান্ড আল এমরান খাঁন। এর আগে তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করেছে ।
এমরান খাঁন ২০২৪ সালের ১৪ মে তিনি চাঁদপুর সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি চাঁদপুর সদর উপজেলা মানুষের জন্য আপন মানুষ ভেবে কাজ করেছেন।
এছাড়াও সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর আগে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পাশাপাশি ছেংগারচর পৌরসভার প্রশাসক হিসেবেও দীর্ঘদিন সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন। একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি ভূমি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় সরাসরি জনগণের সঙ্গে কাজ করে জনবান্ধব হয়ে উঠেছেন। অনলাইনে জমির মালিকানা, নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে সেবা দেয়া সুনাম কুড়িয়েছেন।
তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। তিনি ৩৭তম বিসিএস এ সরকারি চাকুরীতে যোগদান করেন। এর আগে তিনি পিরোজপুর জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।




