রাজরাজেশ্বর ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েক শতাধিক বাড়ি-ঘর প্লাবিত

গত কয়েকদিন বৃষ্টিপাত এবং হঠাৎ করেই সাগরে নিম্নচাপ সৃষ্ট হওয়ায় চাঁদপুরের মেঘনায় বিপদ সীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে নদীর পানি প্রবাহিত হওয়ায় চাঁদপুর সদর উপজেলা বেঁড়ি বাঁধের বাহিরের চরাঞ্চলে থাকা গ্রামবাসীদের চলাচলের যাতায়াতরত রাস্তা ঘাট, দোকান-পাটসহ সকল আসবাবপত্রগুলো পানির নিচে তলিয়ে যায়।
বিশেষ করে সদর উপজেলা ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নটির চারপাশেই নদী থাকায় ইউনিয়ন এর বাসীন্দাদের খুব কষ্টে জীবন-যাপন করতে হচ্ছে। গত শুক্রবার বিকাল ৩টায় হঠাৎ করেই জোয়ারের পানি প্রবাহিত হওয়ায় পুরো রাজরাজেশ্বর ইউনিয়নটি পানির নিচে তলিয়ে যায়। ঐ ইউনিয়নের পাটওয়ারী বাজার, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, জুমআর মসজিদ, রাস্তাঘাট, ফসলী জমি, হাঁস মুরগী ও গরু ছাগল এর খামারসহ কয়েক শতাধিক বাড়ি-ঘর প্লাবিত হয়।
রাজরাজেশ্বর ইউনিয়নের বাসীন্দারাদের আতঙ্কে দিন কাটছে। ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন বেপারী ও বাজার ব্যবসায়ী সহ স্থানীয়রা জানান, আমাদের যা কিছু ছিলো সব কিছুই পানির নিচে তলিয়ে যায়।
এ বছর বর্ষার মৌসুমে যদি প্রায় নীদর পানি বৃদ্ধি পায়’ তাহলে এ রাজরাজেশ্বরে অংশ ও থাকবে না। হারিয়ে চাঁদপুরের মানচিত্র থেকে।




