পাঁচ বছরে হজে গিয়ে ৫০১ বাংলাদেশি হাজির মৃত্যু

বুলেটিনের তথ্যমতে, ২০১৮ সালে হজ করতে সৌদিতে যান ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন। এর মধ্যে মারা যান ১৪২ হাজি। ২০১৯ সালে যান ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। এর মধ্যে মৃত্যু হয় ১১৭ জনের। ২০২০-২০২১ সালে মহামারি করোনার কারণে হজ কার্যক্রম বন্ধ ছিল। ২০২২ সালে হজে যান ৬০ হাজার ১৪৬ জন। এর মধ্যে মৃত্যু হয় ২৬ জনের। ২০২৩ সালে হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন। এর মধ্যে ১২১ জন মারা যান। ২০২৪ সালে হজে যান ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়। চলতি বছর হজে যান ৮৭ হাজার ১০০ জন। হজ কার্যক্রম শেষে বর্তমানে হাজিরা দেশে ফেরার মধ্যে রয়েছেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে শেষ হবে ফিরতি হজ ফ্লাইট। শনিবার পর্যন্ত হজ থেকে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন। আর মারা গেছেন ৩৮ জন।
বুলেটিন সূত্র আরও জানিয়েছে, চলতি বছর হজ ক্যাম্পের চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে মোট ৬২ হাজার ৬০৩টি।
হজযাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা যুক্ত রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৭ হাজার ৮২ জন, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৫৪৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৩২৫ জনকে পরিবহন করেছে। এ পর্যন্ত মোট ১০৯টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।