হাজীগঞ্জে ৩৭তম ওরছে ইমামে রাব্বানী

ইমামে রাব্বানী, কাইয়ুমে জামান, গাউছে জামান, পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ আবু নছর মোহাম্মদ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ)’র ৩৭তম পবিত্র বেসাল শরীফ তথা ওফাত দিবস উপলক্ষে ৩৭তম ওরছে ইমামে রাব্বানী আজ ৮ অক্টোবর বুধবার। হাজীগঞ্জের ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে এই মহাপবিত্রতম ওরছ শরীফ আজ অনুষ্ঠিত হবে।
একইসাথে অনুষ্ঠিত হবে হিজবুর রাসুল মহাসমাবেশ। এতে সভাপতিত্ব করবেন দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল-আবেদী (মা.জি.আ.)।
দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-বুজুর্গ আহলে সুন্নাতের আমন্ত্রিত মেহমান হিসেবে আজকের ওরছে ইমামে রাব্বানীতে উপস্থিত হবেন। বাদ আছর থেকে ওলামায়ে কেরামের বয়ান শুরু হবে। সারারাত বয়ান শেষে ফজরের নামাজ শেষে আখেরী মুনাজাত করবেন দরবার শরীফের পীর সাহেব। এছাড়া বাদ জোহর থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া,
হামদে বারি তায়ালা, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শানে মুর্শিদি পরিবেশন চলবে পর্যায়ক্রমে। বাদ মাগরিব পীর সাহেব কেবলার নেতৃত্বে ইমামে রাব্বানীর মাজার শরীফে গিলাফ চড়ানো হবে। তখন মাজার জিয়ারতসহ মিলাদ কিয়াম হবে। এই ওরছে ইমামে রাব্বানী অনুষ্ঠানে দেশের সকল নবী প্রেমিক সুন্নী মুসলমানকে অংশ নেয়ার জন্যে দরবার শরীফের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, আল্লামা সাইয়েদ আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী (রাঃ) বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানে প্রথম আহলে সুন্নাত ওয়াল জামাআতকে সাংগঠনিক রূপ দেন।
এর আগে এই দেশে সুন্নী মুসলমানদের কোনো সংগঠন ছিল না। তখন সকল ওলামায়ে কেরামের সম্মতিক্রমে আল্লামা আবিদ শাহ মোজাদ্দেদী আল-মাদানী আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৮ সালের ২৩ আশ্বিন, ৮ অক্টোবর ১২৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
ইন্তেকালের আগ পর্যন্ত তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের সভাপতি ছিলেন। তাঁর জীবদ্দশায় তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আরো বেশ কিছু দেশে ইসলামের মধ্যে যত ভ্রান্ত দল আছে তাদের সাথে অসংখ্য বাহাস-মোনাজারা এবং জিহাদ করে ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতকে প্রতিষ্ঠিত করেন।
সে জন্যে তাঁর কাছে এই উপমহাদেশের সুন্নী মুসলমানগণ অশেষ ঋণী থাকবেন।




