চাঁদপুর সকাল

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন কচুয়ার মো.ফজলুল হক

৩ মাস আগে
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন কচুয়ার মো.ফজলুল হক

ডিআইজি (এডমিন) থেকে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হলেন চাঁদপুরের কচুয়ার পিপলকরা গ্রামের কৃতি সন্তান কাজী মো. ফজলুল হক।


সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তিনি কচুয়া উপজেলার পিপলকরা গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কাজী মো. আব্দুল করিমের সুযোগ্য সন্তান।


এর আগে তিনি ঢাকা শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পালন কালে আওয়ামী সরকারের শুরুতে ওএসডি ছিলেন।


পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকারের সময়ে তাঁকে ডিআইজি এডমিন ও বর্তমানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদোন্নতি দেয়া হয়। এ পদে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন কচুয়াবাসী।