এহছানুল হক মিলনের বিদেশ যাত্রা আটকে দিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক এমপি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপি কেন্দ্রীয় নেতা আ ন ম এহছানুল হক মিলনের বিদেশ যাত্রা আটকে দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫খ্রি.) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে।
বৃহস্পতিবার সকালের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য তার ব্যাংকক যাবার কথা ছিল। তবে কি কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি সেটি জানা যায়নি। বিমানবন্দরসূত্র বলছে, তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। তাই তার বিদেশ যাত্রা আটকে দেওয়া হয়েছে। এহসানুল হক মিলন বলেন, কি কারণে আমাকে বিদেশ যেতে দেওয়া হয়নি সেটি আমি নিজেও জানিনা।
তবে আমি ভুল করে পুরোনো পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম। আমি চাইলে নতুন পাসপোর্ট বাসা থেকে আনাতে পারতাম। আমাকে সেই সুযোগও দেওয়া হয়নি। আমার বিদেশ ভ্রমনে কোনো নিষেধাজ্ঞা থাকলে সেটির কোনো কাগজপত্র থাকলে দেখাতে বলেছিলাম। তারা কিছু দেখাননি।
তিনি বলেন, কেন এমন করা হয়েছে আমি জানতে পারিনি। তবে রাতে আমি যাবার চেষ্টা করতেছি। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হন মিলন। পরে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন এবং পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।




