নেপালে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে চাঁদপুরের ৮ খুদে প্রতিযোগীর পুরস্কার গ্ৰহণ

চলতি বছরের গত ২৫ জুন নেপালের পোখড়ায় কমুদিনী হোমস স্কুলের গ্যালারিতে বাংলাদেশ-নেপাল শিশু-কিশোর চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
এতে সারা বাংলাদেশের ১৮টি আর্ট স্কুলের ২২০ জন খুদে চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পায় । এর মধ্যে চাঁদপুরের ‘রঙের চারু’ আর্ট স্কুলের ৮ জন শিক্ষার্থীর চিত্রকর্ম এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেয়।
গত ২৫ জুলাই শুক্রবার বিকেলে ঢাকায় বাংলাদেশ সামরিক যাদুঘর থ্রি-ডি আর্ট গ্যালারিতে বাংলাদেশি খুদে চিত্রশিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে নর্থ ক্যানভাস বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কারু অনুষদের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন চারুকলা ইউটা চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন আহমেদ ও নন্দিত অভিনেত্রী শাহানা রহমান সুমি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা ২২০ জন অংশগ্রহণকারীর সাথে চাঁদপুরের রঙের চারু’ আর্ট স্কুলের ৮ জন খুদে চিত্রশিল্পী টেস্ট, সার্টিফিকেট ও ক্যাটালক উপহার গ্রহণ করে। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে ১০ জনকে শ্রেষ্ঠ আঁকিয়ে এ্যাওয়ার্ড প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী আঁকিয়েদের সম্মানিত প্রশিক্ষকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এতে ক্ষুদে চিত্রশিল্পীদের প্রশিক্ষক হিসেবে সম্মাননা গ্রহণ করেন চাঁদপুরের রঙের চারু আর্ট স্কুলের অধ্যক্ষ ও চিত্রশিল্পী অজিত দত্ত। নেপালে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নেওয়া চাঁদপুরের রঙের চারু আর্ট স্কুলের ক্ষুদে চিত্রশিল্পীরা হলেন, মোমেনা ফাইরোজ নূহিন, আফিফা মাহমুদ , বিন্দু বৈদ্য, জিনিয়া ইসলাম, সিদরাতুল মুনতাহা জোহা, উমা দাস অঙ্কিতা, সাবেরা ইকরা মম। তাদের মধ্যে শ্রেষ্ঠ ক্ষুদে চিত্রশিল্পীর পুরস্কার অর্জন করে মোমেনা ফাইরোজ নূহিন। সে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাফেজ বেপারীর নাতনি।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে চাঁদপুরের রংয়র চারূ আর্ট স্কুলের অধ্যক্ষ চিত্রশিল্পী অজিত দত্ত বলেন, আমাদের চাঁদপুরের রঙের চারু আর্ট স্কুলের শিক্ষার্থীদের চিত্রকর্ম আন্তর্জাতিক প্রদর্শনী ও প্রতিযোগিতায় স্থান পেয়েছে।
গত ২৫ জুলাই ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তারা ক্রেস্ট, সার্টিফিকেট এবং পুরস্কার গ্রহণ করেছে। এই প্রাপ্তি এবং অর্জন অসম্ভব রকমের গর্ব ও ভালোবাসা। এই সম্মান পুরো চাঁদপুরবাসীর। আমি চাঁদপুরবাসীর কাছে এই খুদে চিত্রশিল্পীদের জন্য দোয়া কামনা করছি।




