চাঁদপুর সাংবাদিক সমিতির ১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতে খড়ি প্রশিক্ষণ সম্পন্ন

শনিবার (১২ জুলাই) দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে ১৬ ক্লাসের মফস্বল সাংবাদিকতায় হাতে খড়ি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চাঁদপুর জেলা সদর থেকে ২০টিরও অধিক দৈনিক প্রকাশিত হয়। তবে এসব পত্রিকা প্রকাশের জন্য অর্থের প্রয়োজন হয়। যারা পত্রিকার মালিক তাদের এই অর্থ যোগান দিতে খুবই কঠিন অবস্থায় পড়তে হয়। সমাজ সংস্কারের জন্য পত্রিকার যেমন প্রয়োজন, তেমনি সমাজের প্রত্যেকটি অসংগতি তুলে ধরার জন্য দক্ষ সাংবাদিকও প্রয়োজন।
এই নেতা বলেন, চাঁদপুর সাংবাদিক সমিতি প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাংবাদিকতায় আগ্রহীদের নিয়ে যে প্রশিক্ষণের আয়োজন করেছেন তা খুবই প্রশংসনীয়। আমি এই ধরণের আয়োজনে প্রথম অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছি। তবে এই ধরণের প্রশিক্ষণ আয়োজন হলে শিক্ষিত যুবকরা এই পেশায় যুক্ত হতে পারবে। আর যারা হলুদ সাংবাদিকতা করেন তাদের সংখ্যা কমবে। তিনি বলেন, আমি মনে করি দেশের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমে কাজ করার জন্য নির্দিষ্ট মাফকাঠি প্রয়োজন। সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টির প্রতি গুরুত্ব দিবেন।
সমিতির সভাপতি মুসাদ্দেক আল-আকিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মাসুদ আলমের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান ও সমাপনী বক্তব্য দেন দেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক, যমুনা টেলিভিশন এবং সময় টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক ও সংবাদক উপস্থাপক শাহাদাত হোসেন, চ্যানেল ২৪ এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মুহাম্মদ ইমতিয়াজ। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সমিতিরি সহ-সভাপতি আব্দুল্লাহ মজুমদার, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য দেলোয়ার হোসেন, শাহাদাত হোসেন, জাকির হোসেন ও আবু বকর ছিদ্দিকসহ সমিতির অন্যান্য সদস্যরা।
এই দিন সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। শেষ হয় বেলা ১টায়। এর আগে গত ২৫ এপ্রিল শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় গণমাধ্যমে বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করেন। এতে অংশগ্রহণ করেন জেলার ৮ উপজেলার প্রায় ৬০জন প্রশিক্ষনার্থী।




