চাঁদপুর সকাল

চাঁদপুরের এডিসি আইসিটি ও শিক্ষা সুচিত্র রঞ্জন দাসকে জনপ্রশাসনে বদলী

২ মাস আগে
চাঁদপুরের এডিসি আইসিটি ও শিক্ষা সুচিত্র রঞ্জন দাসকে জনপ্রশাসনে বদলী

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসকে বদলী করা হয়েছে।


গত মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫খ্রি.) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ রবিউল করিম খান স্বাক্ষরিত এক পরিপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বদলী করা হয়।


পত্রে উল্লেখ্য করা হয় যে, Huazhong University of Science and Technology, China- PhD in Public Administration কোর্সে অধ্যয়নের নিমিত্ত সুচিত্র রঞ্জন দাস (১৭৭৩৯), অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর-এর অনুকূলে প্রেষণ (শিক্ষা) মঞ্জুর হওয়ায় প্রজ্ঞাপন জারির তারিখ হতে ১৪.০৮.২০২৯ খ্রি. পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) হিসেবে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


প্রসঙ্গত, তিনি গত ২০২৫খ্রি. ৫মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়।


তিনি প্রথমে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এর অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।


পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটির দায়িত্ব পালন করেন । তিনি বিসিএস ৩৪ব্যাচের কর্মকর্তা। এর পূর্বে তিনি লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।