চাঁদপুর সকাল

মতলবে জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট

১৫ দিন আগে
মতলবে জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.মোহাম্মদ জালাল উদ্দিন বলেন,খেলাধুলা সমাজে শান্তি, ঐক্য এবং সম্প্রীতি বাড়াতেও সাহায্য করে।


শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪ টায় মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিংগাভাংগা উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।


তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠন করা সম্ভব কারণ এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করে, তরুণদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখে এবং দলগত কাজ, সহমর্মিতা, নেতৃত্ব এবং নিয়মানুবর্তিতার মতো সামাজিক মূল্যবোধ গড়ে তোলে।


খেলাধুলা সমাজে শান্তি, ঐক্য এবং সম্প্রীতি বাড়াতেও সাহায্য করে। খেলাধুলা একটি জাতির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি শারীরিক ও মানসিক সুস্থতা, নেতৃত্ব ও দলবদ্ধভাবে কাজ করার মতো গুণাবলী বিকাশে সাহায্য করে। এছাড়া খেলাধুলায় মনোনিবেশ হলে সমাজের নানা ধরনের অপরাধ থেকে বিরত থাকে।


শহীদ জিয়া স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক এবং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম রনির পরিচালনায় উদ্ধোধনী বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।


এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,


পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।