মতলব নারায়নপুরে সন্ধ্যা রাতে দুর্ধর্ষ চুরি : আতঙ্কে এলাকাবাসী

মতলবের নারায়নপুর পৌরসভা সারপার গ্রামে বশির আহমেদের বাড়ীতে সন্ধ্যা রাতে দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটিয়েছে। গত সোমবার (২০ অক্টোবর ) সন্ধ্যারাতে এই চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
সরজমিনে জানাযায় গেছে, নারায়নপুর পৌরসভার সারপার গ্রামের বশির আহম্মেদের বসত বিল্ডিংয়ে চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোররা প্রথাগত কায়দায় একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে ছাদের দরজার তালা ও নীচ তলার দরজার তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে।
এরপর ঘরের ভেতর থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বশির আহমেদ বলেন, “চোররা আমার বসত বিল্ডিংয়ের দুটি দরজার ২টি তালা ভেঙ্গে ভেতরে ঢুকে স্টীলের আলমীরার তালা খুলে নগদ চার লক্ষ এগার হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে গেছে।” রুমের মালামাল তছনছ করে ফেলে এতে আমার প্রায় সাড়ে এগার লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে ।
এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, রাতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা এলাকায় ঘোরাঘুরি করে এবং এই চুরির ঘটনার সঙ্গে তাদের যোগসূত্র থাকতে পারে। এখন আমাদের নিরাপত্তা জোরদার করা জরুরী। পুলিশের টহল বাড়ানো দরকার।”
এ বিষয়ে মতলব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ জানান, “ অভিযোগ পেয়েছি,পুলিশ ঘটনাস্থলে গেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “এ ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।




