মতলব উত্তরে সেচ নিষ্কাশন খালে আবর্জনা ফেলার অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন খালে পঁচা ও অবিক্রিত সবজি ফেলে খালটি ব্যবহার অনুপযোগী করে তোলার অভিযোগ উঠেছে। এতে বোরো মৌসুমে সেচ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সেচ ক্যানেলে পানি অতিরিক্ত হলে ওই নিষ্কাশন খালের মাধ্যমে পাম্প ব্যবহার করে পানি কমানো হয়। কিন্তু খালে নিয়মিতভাবে পঁচা সবজি ও বাজারের আবর্জনা ফেলার কারণে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রয়োজনের সময় পানি নিষ্কাশন সম্ভব না হলে আশপাশের ফসলি জমি ক্ষতির মুখে পড়বে বলে দাবি কৃষকদের।
স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ফখরুল ইসলাম সরকারের মালিকানাধীন একটি সবজি বাজার থেকে দীর্ঘদিন ধরে এসব আবর্জনা খালে ফেলা হচ্ছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করেই এই কার্যক্রম চালানো হচ্ছে বলে তাদের দাবি।
একজন স্থানীয় কৃষক বলেন, “এই খালটাই আমাদের শেষ ভরসা। পানি বেশি হলে এখান দিয়েই নামানো হয়। এখন খাল ভরে গেছে পঁচা সবজিতে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের ধান ডুবে যাবে।”
আরেক স্থানীয় বাসিন্দা জানান, “আমরা একাধিকবার বাধা দিতে চেয়েছি, কিন্তু ভয় দেখানো হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এর সমাধান হবে না।”
এ বিষয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ বলেন, নিষ্কাশন খালে যেকোনো ধরনের আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ পেলে আমরা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
অভিযোগের বিষয়ে ফখরুল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে দ্রুত খাল পরিষ্কার, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং সেচ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।




