মতলব উত্তরে ৫০ পিচ ইয়াবাসহ দলিল লিখক আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫০ পিচ ইয়াবাসহ মোঃ জাকির হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জানুয়ারি বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি বেরীবাঁধ থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাকির হোসেন ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামের মৃত তাহের আলাদা সরকারের ছেলে। তিনি পেশায় একজন দলিল লিখক। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার দেহ তল্লাশি করে তার সাথে থাকা ৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। আটককৃত জাকির হোসেনের বিরুদ্ধে মতলব উত্তর থানার এফআইআর নং-২১, তারিখ- ০৮ জানুয়ারি, ২০২৬; জি আর নং-২১, তারিখ- ০৮ জানুয়ারি, ২০২৬; সময়- ১৯:১৫ ঘটিকার সময় ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




