চাঁদপুর সকাল

মতলব উত্তরে ড্রেজিং ও সড়কে প্রতিবন্ধকতা বিরোধী অভিযান

১২ দিন আগে
মতলব উত্তরে ড্রেজিং ও সড়কে প্রতিবন্ধকতা বিরোধী অভিযান

মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি গ্রামে প্রধান সড়কের পাশে ড্রেজিং করে কৃষি জমি নস্ট ও ভরাট এবং সড়কে ড্রেজিং পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযান চালিয়েছেন উপজেলা ভূমি প্রশাসন।


শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকালে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।


জানা গেছে, মিঠুরকান্দি গ্রামের সাইফুল ইসলাম একটি কৃষি জমিতে ড্রেজিং করে শিকারীকান্দি গ্রামের নুরু মিয়ার জমি ভরাট করার জন্য মাটি কাটে। ওই মাটি নেওয়ার জন্য শ্রীরায়েরচর-ছেংগারচর আঞ্চলিক মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ ঘটনার সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাৎক্ষনিক সড়কের পাইপ অপসারণ করা হয় এবং রাতের মধ্যে ড্রেজার ও পাইট সরিয়ে নেওয়ার জন্য ড্রেজার মালিকে নোটিশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ড্রেজার মেশিন না সরালে তাকে আইনের আওতায় আনার ব্যাপারে নিদের্শনা দেওয়া হয়েছে।


সহকারি কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, যেকোন জমিতে ড্রেজিং সম্পূর্ণ নিষেধ। ড্রেজিং করতে হলে ডিসি মহোদয়ের অনুমতি লাগবে এবং কৃষি জমিতে ড্রেজিং সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। যদি কেউ এই আইন অমান্য করেন তাহলে সর্বনিম্ন ৫০ হাজার টাকা অর্থদন্ড ও সমপরিমান সাজার বিধান রয়েছে। এছাড়াও সড়কে পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও কারাদন্ড ও অর্থদন্ডের বিধান রয়েছে। সবাই এধরনের অপরাধ থেকে বিরত থাকবেন।