ভবেরচরে সড়ক দূর্ঘটনায় মতলবের ২ যুবক নিহত

ঢাকা-চট্রগ্রাম হাইওয়ের ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় ভয়াবহ বাইক এক্সিডেন্টে মতলব দক্ষিণের ২ যুবক নিহতের খবর পাওয়া গেছে।
জানা যায় গত ৪ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় তিশা বাস তাদের মোটর বাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। তাদের মোটরবাইকটি বাসের ভিতরে চলে যায়। তারা দুজন সামনে থাকা অন্য একটি বাসের সাথে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। একজন ঘটনাস্থলেই মারা যায়।
অন্যজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘাতক বাসটির ড্রাইভার ও বাসটিকে আটক করে পুলিশে দিয়েছে স্হানীয় জনতা। নিহতরা মতলব দক্ষিণের ১ জন বহরী ও অন্যজন কাশিমপুর গ্রামের সন্তান। তারা দুজনে মামাতো-ফুফাতো ভাই।
বহরী গ্রামের বেপারী বাড়ীর সন্তান নিহত মাহমুদুল হাসান (৩১) একজন টেক্সটাইল ইন্জিনিয়ার ছিলেন। তার পিতার নাম আঃ মান্নান। অন্যজনের নাম মেহেদী, গ্রামের নাম কাশিমপুর। তাদের দুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের মাতম বইছে।