কচুয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ও বিএনপি নেত্রী বেবী

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় গুনীজনদের করব জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও তার সহধর্মীনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।
শুক্রবার সকালে কচুয়ায় তাদের আগমন ও প্রচারণা উপলক্ষে বিএনপি’র নেতা কর্মীদের পথে পথে ঢল নেমেছে এবং কচুয়ার প্রবেশপথ বারৈয়ারা গেইট থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন এহসানুল হক মিলন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীকে শত শত নেতাকর্মীরা গাড়ি ও মোটর সাইকেল বহর নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো: শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারন সম্পাদক মাসুদ এলাহি সুভাস, সহ-সভাপতি আব্দুল খালেক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফারুকী, কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : ইউসুফ মিয়াজী, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান জাহিদ, উপজেলা যুবদলের সিনিয়র সহ- সভাপতি মো: মনির হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, সাচার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ডা: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ স¤পাদক মো: আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ছাত্রদলের সভাপতি হাফিজ মজুমদার সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।




