চাঁদপুর সকাল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনকল্পে চাঁদপুরে মাসব্যাপী কর্মসূচি‘

২৬ দিন আগে
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষ্যে চাঁদপুর জেলায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ০৯ জুলাই, ২০২৫ খ্রি. সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় গৃহীত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাপতি সভার প্রারম্ভে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২০২৪ এ সকল শহিদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, আমরা ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ পেয়েছি। আমাদের সে মোতাবেক পুরো ৩৬ জুলাই ২০২৫ (৫ আগস্ট ২০২৫) পর্যন্ত জেলা পর্যায়ে কর্মসূচিসমূহ বাস্তবায়ন করতে হবে। অত:পর সভায় মন্ত্রিপরিষদ বিভাগ হতে প্রাপ্ত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপস্থাপন করা হয়। সভাপতি এ অনুষ্ঠানমালার উপর উপস্থিত সকলকে মূল্যবান মতামত প্রদানের আহ্বান জানান।

সভায় নিম্নবর্ণিত কর্মসূচি ও সিদ্ধান্ত গৃহীত হয়:


১ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে শহিদদের স্মরণে দোয়া ও প্রার্থনার আয়োজন।


৭ জুলাই ২০২৫ খ্রি. Julyforever.gov.bd নামক একটি ওয়েবসাইট চালু করা হবে যেখানে জুলাই মাসব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে চলতে থাকা জুলাই কেন্দ্রিক সকল অনুষ্ঠানের ছবি ও ভিডিও এই ওয়েবসাইটের মাধ্যমে প্রেরণের আহ্বান জানানো হবে। এছাড়া সকল মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানের ছবি ও ভিডিও এই ওয়েবসাইটে দিতে হবে। সেরা ৫টি ঊহঃৎু’র জন্য মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেয়া হবে বিশেষ পুরস্কার।


১৪ জুলাই ২০২৫ সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা। July Women’s Day জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ স্থাপন। স্থান: কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন, চাঁদপুর।


১৪ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে চলচ্চিত্র প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।


১৫ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জুলাই স্মরণ অনুষ্ঠান আয়োজন এবং চলচ্চিত্র প্রদর্শনী।


১৬ জুলাই ২০২৫ ১০টায় যে স্থানের যিনি প্রাণ হারান সেই স্থানে শহীদের নামে Street Memory Stamp স্থাপন।


স্থান : ফরিদগঞ্জ থানার সম্মুখে এবং চোরপড় সরকার বাড়ি, কুমিল্ল-চাঁদপুর মহাসড়ক হাজীগঞ্জ।


১৭ জুলাই ২০২৫ সুবিধাজনক স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাইয়ের গল্প বলা, আন্দোলনে আহতদের অভিজ্ঞতা ভাগ করার বাধ্যমে জুলাই স্মরণ অনুষ্ঠান এ Teachers in July’, Abrar Fahad চিত্র প্রাণী।


১৮ জুলাই-২০২৫ আহত ও শহীদদের পরিবার ম্যারাথনের অগ্রভাগে থাকবে। স্থান: ওয়ারলেস মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর।


১৯ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জেলার গুরুত্বপূর্ণ Disappearance”, স্থানগুলোতে ”Enforced ‘Abraar Fahad’ ‘Aynaghor Stories’ ‘ সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শনী।এদিন শহিদদের কবরের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।


২০ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ”People who Fought For Us’, ‘Digital Security Act: Story of Mushtaq Ahmad’ সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন।


২১ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘BDR Massacre’, ‘Spotlight on July Heroes’ সহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন।


২১ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জেলার কওমি মাদ্রাসাসহ সকল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল আয়োজন।


২১ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) চাঁদপুর জেলার বিভিন্ন দরগাহে সুফি সংগীত ও দোয়ার আয়োজন।


২৪ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) শিশু শহিদদের স্মরণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা আবৃত্তি, চিত্রাঙ্কন সহ বিভিন্ন বিষয়ে প্রতিয়োগিতামূলক কর্মসূচি গ্রহণ।


২৪ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জুলাই অনির্বাণসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শনী ও জুলাইয়ের গান এবং সকল স্কুলে জুলাই ২৪ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন।


২৬ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) ‘জুলাই অনির্বান’ চলচ্চিত্র প্রদর্শনী স্থান: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।


২৮ জুলাই ২০২৫ সময়ঃ সকাল ১০.০০ ঘটিকা। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প আয়োজন। স্থান: ডায়াবেটিক হাসপাতাল, চাঁদপুর।


৩০ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) ”Journalists of July’ ‘ শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন।


৩১ জুলাই ২০২৫ (সুবিধাজনক সময়ে) জেলার সকল কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন।


৩২ জুলাই ২০২৫ (১ আগস্ট, ২০২৫) (সুবিধাজনক সময়ে) জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শন।


৩৩ জুলাই ২০২৫ (২ আগস্ট, ২০২৫) সময়ঃ সকাল ১১.০০ ঘটিকা। “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও Mothers of July সহ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন। স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর এর সম্মেলন কক্ষ।


৩৪ জুলাই ২০২৫ (৩ আগস্ট, ২০২৫) (সুবিধাজনক সময়ে) জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী স্থানঃ বিভিন্ন স্কুল, কলেজ, জনবহুল স্থান।


৩৫ জুলাই ২০২৫ (৪ আগস্ট, ২০২৫) সময়ঃ সকাল ১১.০০ ঘটিকা। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান। স্থান: জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর।


৩৫ জুলাই ২০২৫ (৪ আগস্ট, ২০২৫) (সুবিধাজনক সময়ে) ”Spot light on July Heroes” ” সহ জুলাই নিয়ে বানানো চলচ্চিত্র প্রদর্শনী।


৩৬ জুলাই ২০২৫ (৫ আগস্ট, ২০২৫) সকাল ০৯:০০ টা। জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। স্থান: কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গন, চাঁদপুর।


৩৬ জুলাই ২০২৫ (৫ আগস্ট, ২০২৫) (সুবিধাজনক সময়ে) সারা দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা আয়োজন।


৩৬ জুলাই ২০২৫ ৫ আগস্ট, ২০২৫) ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন।


৩৬ জুলাই ২০২৫ ৫ আগস্ট, ২০২৫) সুবিধাজনক সময়ে) জুলাই নিয়ে বানানো চলচ্চিত্র প্রদর্শনী।