জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় চাঁদপুরে দোয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা ও সফল বাইপাস সার্জারির জন্য চাঁদপুরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট ২০২৫) বাদ এশা শহরের নিউ ট্রাক রোড জেলা জামায়াত কার্যালয়ে শহর শাখার উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য মোঃ নজরুল ইসলাম খাদেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মোঃ শাহাজান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোঃ মাকসুদুল ইসলাম বুলবুল এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন। এছাড়াও দোয়ায় অংশগ্রহণ করেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সহ-সেক্রেটারি মোঃ সবুজ খান, জামায়াত নেতা মোঃ ফারুকুল ইসলাম, মোঃ গোলাম মাওলা, আব্দুল হাই লাভলু প্রমুখ।
নেতারা ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারির সফলতা এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
একইসাথে দেশবাসীর কাছেও তাঁর জন্য দোয়ার আহ্বান জানান। দোয়ায় অংশগ্রহণকারীরা বলেন, ডা. শফিকুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ ইসলামী নেতা। তাঁর সুস্থতা শুধু জামায়াত নয়, গোটা জাতির জন্যই প্রয়োজন।