হাজীগঞ্জের এক ব্যবসায়ীর ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত

হাজীগঞ্জের এক ব্যবসায়ীর ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ঢাকায় সড়ক দুর্ঘটনায় মো. আবু সুফিয়ান গাজী (৪৫) নামের হাজীগঞ্জের এ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের গাজী বাড়ির সিরাজ গাজীর বড় ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজধানীর শেওড়াপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, আবু সুফিয়ান। মঙ্গলবার দিবাগত রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইজিবাইক যোগে নিজ বাসায় আসার পথে দ্রুতগামী একটি পিকআপ ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন।
ঢাকা শেওড়াপাড়া থানা পুলিশ নিহত আবু সুফিয়ানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ হাজীগঞ্জে নিয়ে আসে।
প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান মামুন বলেন, বুধবার সকালে জানাযা শেষে নিহত আবু সুফিয়ান গাজীর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আবু সুফিয়ানের নিহতের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।




