চাঁদপুর সকাল

হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৯ দিন আগে
হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।


সোমবার (২০ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।


আটক ব্যক্তির নাম আবু মুছা, পিতা মো. গোলাম রসূল। তিনি রাজাপুর গ্রামের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদ, সঙ্গে ছিলেন এএসআই হাবিব, এএআই মোখলেস এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আবু মুছাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, “আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।”