হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৫০ পিস ইয়াবা সহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
২৯আগস্ট চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এর সার্বিক দিক নিদের্শনায় অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ও থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন, এএসআই (নিরস্ত্র) গুল বদন সরকার সহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা বাহাদুর হোসেন মোবারক(৩১) কে গ্রেফতার করেন।
তার পিতা-মৃত বিল্লাল হোসেন, মাতা-রেনু বেগম, সাং-কাজির গাঁও, (ভুইয়া বাড়ী), ১নং পৌরওয়ার্ড, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর।
আসামীর দেহ তল্লাশী করে তার প্যান্টের ডান পকেটে থাকা ১নং আলামত একটি সাদা রংয়ের বায়ুরোধক পলি প্যাকের ভিতর হইতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৫ (পাঁচ) গ্রাম, যাহার মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার) টাকা, ২নং আলামত কালো ও নীল রংয়ের একটি YAMAHA মোটর সাইকেল, যাহার চেসিস নং- 2CL31404822, ইঞ্জিন নং পাওয়া যায় নাই উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ-২৯/০৮/২৫ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক)/৩৮ রুজু করা হয়েছে। আসামী বাহাদুর হোসেন মোবারক(৩১) কে অদ্য ২৯/০৮/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।




