চাঁদপুর সকাল

হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ : তদন্তে প্রশাসন

২৩ দিন আগে
হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ : তদন্তে প্রশাসন
হাজীগঞ্জ উপজেলার বলাখালে ডাকাতিয়া নদীতে বোট মহলের ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়ের বিরুদ্ধে বাল্বহেড মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এই কর্মসূচি পালন করে বাল্বহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিক্ষোভকারীদের অভিযোগ, নদীপথে চলাচলকারী বাল্বহেড, সিমেন্ট ট্রলার ও ইটবাহী ট্রলার থেকে জোরপূর্বক ৮০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। নির্ধারিত ফি’র বাইরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের উপর হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ তাদের।


সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া ও সদস্য মকবুল হোসেন বলেন, “আমরা নিশ্চিত নই সরকার এখানে ইজারা দিয়েছে কিনা। যদি সরকার দিয়ে থাকে, আমরা সরকারি নির্ধারিত টোল দিতে রাজি আছি। কিন্তু এখন যেভাবে চাঁদা আদায় করা হচ্ছে তা অমানবিক। অতিরিক্ত চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করা হচ্ছে।”
বাল্বহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ বলেন, “ইজারার নামে একটি চক্র চাঁদাবাজি করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই। আমাদের শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।”


জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, বলাখাল এলাকায় ডাকাতিয়া নদীতে বোট মহল ইজারা দেওয়া হয়েছে বৈধভাবেই। ইজারাদার ইয়াসির আরাফাত অনিক ৫৮ লাখ টাকায় বোট মহলটি ইজারা নিয়েছেন। প্রশাসনের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত টোল আদায়ের অনুমতি রয়েছে।


তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার ইয়াসির আরাফাত অনিক বলেন, “আমরা কোনো অতিরিক্ত টাকা নিচ্ছি না। নির্ধারিত ফি অনুযায়ী আদায় করছি। কেউ আমাদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ করেনি। বাজার পরিস্থিতি ও ব্যয়ের পরিপ্রেক্ষিতে আমরা ইজারার রেট পুনঃনির্ধারণের প্রস্তাব দিয়েছি জেলা প্রশাসক বরাবর।”
এ প্রসঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন বলেন, “নির্ধারিত ফি’র বাইরে ইজারাদার কোনো টাকা আদায় করতে পারবে না। টোলের রেট প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে। আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


বাল্বহেড মালিক-শ্রমিকদের দাবি, বোট মহলে টোল আদায় প্রক্রিয়া স্বচ্ছ ও মানবিক হতে হবে। না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।