চাঁদপুর সকাল

দক্ষিণ কল্যান্দিতে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! : আটক ৩

১২ দিন আগে
দক্ষিণ কল্যান্দিতে পুলিশের ওপর হামলা, আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা! : আটক ৩

চাঁদপুর সদর মডেল থানার একদল পুলিশ শনিবার (২৫ অক্টোবর ২০২৫খ্রি.) ভোরে দক্ষিণ কল্যান্দি গ্রামে ওয়ারেন্টভুক্ত আসামি মো: আলী গাজী ওরফে দেলুকে গ্রেফতার করতে যায়।


এএসআই সুমন কুমার দাশের নেতৃত্বে পুলিশ দলটি আলী গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। কিন্তু এরপরই পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।


পুলিশ জানায়, দেলুকে যখন গ্রেফতারের কথা জানানো হয়, তখন উপস্থিত আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁরা পুলিশের ওপর চড়াও হয় এবং আশপাশের কয়েকজনকে ডেকে নিয়ে লাঠিসোটা হাতে হামলা চালায়।


এই হামলায় এক পর্যায়ে দেলু এক কনস্টেবলের হাতে কামড়ে হাতকড়া খুলে পালানোর চেষ্টা করে। অন্যদিকে সাইফুল গাজী নামে একজন অভিযুক্ত পুলিশের সোর্স আমিন গাজীকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে, এতে তাঁর কাঁধে চোট লাগে।


এ ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য ও এক সিএনজি চালক আহত হন। নারী আসামি খুকি আক্তার এক পুলিশ সদস্যের পোশাক টেনে ছিঁড়ে ফেলে, এতে প্রায় বারোশো টাকার ক্ষতি হয়। হামলাকারীরা পুলিশ সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। তখন পুলিশ সদর দপ্তরে খবর পাঠানো হয়। দ্রুত অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেলুসহ তিনজনকে ফের আটক করে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও হত্যার চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামি আলী গাজীর বিরুদ্ধে আগেও চুরি ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।


ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এমন অভিযান না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠত।