চাঁদপুর সকাল

ঢাকাস্থ শাহরাস্তি উন্নয়ন ফোরামের আয়োজনে সুধী সমাবেশ

২৬ দিন আগে
ঢাকাস্থ শাহরাস্তি উন্নয়ন ফোরামের আয়োজনে সুধী সমাবেশ

ঢাকাস্থ শাহরাস্তি উন্নয়ন ফোরামের আয়োজনে এক অনবদ্য সুধী সমাবেশ ও ভোজসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর সীমান্ত স্কয়ারের “ইমানুয়েলস কনভেনশন সেন্টারে” আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএমসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মমতাজ উদ্দিন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।


তেলাওয়াত করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম।


এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উপস্থিত সকলেই দাঁড়িয়ে শ্রদ্ধাভরে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের পরিচিতি তুলে ধরা হয়।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফোরামের প্রধান পৃষ্ঠপোষক, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষের “গ্রীন সিগনাল” পাওয়া নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হক।


ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “শাহরাস্তির এতো গুণী ও কৃতী মানুষের মিলনমেলা সত্যিই অনন্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা এত মানুষের একসঙ্গে উপস্থিতি শাহরাস্তির গৌরবকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। স্বাধীনতার পর থেকে যারা চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে কাজ করেছেন, আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”


তিনি আরও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ১৯৯১ সালে চাঁদপুর-৫ আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত বিশিষ্ট আইনজীবী একে মজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি শফিউল আলম স্বপন, ন্যাশনাল ও পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মোস্তাক আহমেদ চৌধুরী, ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালক মাজহার মান্নান ইমন, আল-আরাফা ইসলামী ব্যাংকের স্বাধীন পরিচালক ড. মোহাম্মদ আবু ইউছুফ, কেন্দ্রীয় বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী ও কাজী রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরি, সাবেক পরিকল্পনা সচিব হাবিব উল্লাহ মজুমদার, অতিরিক্ত সচিব ড. আবদুল হক, জামাল হোসেন মজুমদার, হুমায়ুন আহমেদ, আহসান হাবিব, উপসচিব শামছুল হক বিপ্লব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ইঞ্জি. হেলাল উদ্দিন পাটোয়ারী, মেসার্স পার্ল ইঞ্জিনিয়ারিং এর পরিচালক ইঞ্জিনিয়ার মকবুল হোসেন, ব্যবসায়ী মঈন উদ্দিন আহমেদ ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইটি ম্যানেজার নাসির উদ্দিন নসু, সাবেক কর কমিশনার আব্দুল মালেক, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ম্যানেজার হাসান আহমেদ টিপু, ব্যবসায়ী দেলোয়ার হোসেন, কামাল আহমেদ এফসিএ, বাংলাদেশ পুলিশের সাবেক এএসপি শেখ মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন, সাবেক পুলিশ সুপার মোঃ মাসুদ, সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন, ঢাকা চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক পাটোয়ারী, ডা. ফরিদা ইয়াসমিন, প্রকৌশলী আলমগীর কবির মামুন, ব্যারিস্টার রহিমা হক, ইঞ্জিনিয়ার ইফতেখার আহমেদ বেবি সহ হাজীগঞ্জ ও শাহরাস্তির অসংখ্য বিশিষ্ট ব্যক্তি। গুণীজনদের এই মিলনমেলায় প্রবাসী ও রাজধানীতে অবস্থানরত শাহরাস্তি উপজেলার বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।