চাঁদপুর সকাল

চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ১০

প্রায় ১ মাস আগে
চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ১০
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নে শিয়ালের কামড়ে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।


শনিবার (২৮ জুন) ভোরে বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের বেপারী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 


এতে আহতরা হলেন- বারেক বেপারী (৬০), রনি (২০), জসিম বেপারী (৩০), রেহান (২০), হাছান বেপারী (১৫), রুবেল (৪০), আবু তাহের (৪০), লতিফ ও রুবেলসহ আরও কয়েকজন। 


আহতদের মধ্যে দুজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয়রা জানান, ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তায় বেরুতেই হঠাৎ দুটি শিয়াল সবাইকে কামড়াতে শুরু করে। এ সময় শিয়াল দুটি একত্রিত হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়েছে। এসময় অনেকেই লাঠিসোটা নিয়ে শিয়ালকে প্রতিহতের চেষ্টা করে।


প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম বেপারী ও কবির হোসেন মোল্লা জানান, ভোরে মানুষজন ঘর থেকে বাইরে আসলেই দুটি শিয়াল একত্রে সবাইকে কামড়াতে শুরু করে। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, শিয়ালের কামড়ে বারেক বেপারীর অবস্থা আশঙ্কাজনক। বন্যপ্রাণী আইন রক্ষা করে কীভাবে শিয়ালকে প্রতিহত করা যায় সেটি আমরা গ্রামবাসী মিলে চিন্তা করছি।


উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম  বলেন, শিয়াল ধরে বনে ছেড়ে দেওয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোনো জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে না। স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, শিয়ালের কামড়ে আহত হওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিব।