চাঁদপুরে সরবরাহ বাড়ায় দাম কমেছে ইলিশের

বিক্রতারা বলছেন, ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ৪০০-৫০০ টাকা। আগে যেখানে প্রতি কেজি ইলিশ ২৫০০-২৭০০ টাকা বিক্রি হতো। সেখানে এখন ২১০০-২২০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০-১৯০০ টাকায়। কিছুদিন আগেও যেখানে ৫০-৬০ মণ ইলিশ আসত ঘাটে। এখন আসছে ৫০০-৬০০ মণ।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ‘হঠাৎ করেই ইলিশের সরবরাহ বেড়েছে, যা দুদিন আগেও ছিল না। গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। গতকাল প্রায় ৬০০ মণ ইলিশ এসেছে। সামনে যদি সরবরাহ না বাড়ে দাম আর কমার সম্ভাবনা নেই। তবে সপ্তাহজুড়ে দাম কম থাকবে বলে ধারণা করছি। বৃষ্টি যত বেশি হবে মাছ ততই ধরা পড়বে।’
মৎস্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদার জানান, এখন ইলিশের সরবরাহ বাড়তে থাকবে। প্রচুর ইলিশ ধরা পড়বে। প্রজননের সময় নিষেধাজ্ঞা সফল হওয়ায় অন্তত তিন হাজার কোটি জাটকা যুক্ত হয়েছে।