চাঁদপুর সকাল

চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

প্রায় ২ মাস আগে
চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, জেলা উন্নয়ন সমন্বয় সভা শুধুই একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জেলার ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা নির্ধারণের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। সরকারি অর্থের প্রতিটি টাকার সঠিক ব্যবহার ও জনকল্যাণ নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। গত (২৩ জুন, ২০২৫) সোমবার চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুর নদীবেষ্টিত জেলা হওয়ায় পানি উন্নয়ন বোর্ডকে নদীভাঙন রোধে কার্যকর এবং টেকসই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে সুপেয় পানি ও স্যানিটেশন খাতে উন্নয়ন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য বিভাগের সেবা আরও সহজপ্রাপ্য করতে হবে, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ওষুধ ও চিকিৎসক সংকট যেন না থাকে।

তিনি বলেন, শিক্ষা খাতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে স্কুল ঝরে পড়া রোধ ও ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়ন জরুরি। এলজিইডি ও গণপূর্ত বিভাগকে অবকাঠামো নির্মাণে গুণগত মান বজায় রাখতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে কৃষকদের পাশে থেকে আধুনিক পদ্ধতি ছড়িয়ে দিতে হবে। মৎস্য অধিদপ্তরকে অভয়াশ্রম ব্যবস্থাপনায় কঠোর হতে হবে, যাতে ইলিশসহ সকল মাছের উৎপাদন টেকসই হয়। প্রাণিসম্পদ বিভাগ, বন বিভাগ, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রকৌশল, জনস্বাস্থ্যসহ প্রতিটি দপ্তরকে নিজ নিজ সেক্টরে উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে হবে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন এর পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম, সিভিল সার্জন, ডা. মো. নূর আলম, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াজিউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ) নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির,

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (চউই) নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, পল্লী বিদ্যুৎ সমিতি-২ চাঁদপুরের জেনারেল ম্যানেজার মো. রাশেদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, চাঁদপুর সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মো. শাহজালাল, চাঁদপুর সরকারি মহিলা কলেজ এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ড. মো. ইকবালুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সভায় আরো বলেন, তথ্য অফিসের মাধ্যমে সরকারের কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে বর্ষাকালীন ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে।

সামনে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে এবং নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে।

সভায় অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের প্রকল্প অগ্রগতি ও সমস্যা তুলে ধরেন এবং জেলার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আশ্বাস দেন। এই সভা জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।