চাঁদপুরে জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে কবরের পাশে বৃক্ষরোপণ

সকালে সদর উপজেলার চন্দ্রা ইউনিয়নে দু’জন এবং পৌর এলাকার একজনসহ তিন শহীদের কবরের পাশে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
চাঁদপুর পুরিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খান, জেলা বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শহীদ পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে প্রত্যেকটি কর্মসূচি চাঁদপুরের সবাইকে নিয়ে সম্পাদন করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচিতেও সকালে বন বিভাগ থেকে বৃক্ষসহ প্রত্যেক উপজেলায় কর্মকর্তাদেরকে পাঠানো হয়েছে।
এদিকে বৃক্ষরোপণ কর্মসূচিতে গিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের খোঁজ-খবর নিয়েছেন জেলা প্রশাসক।