চাঁদপুরে ইনার হুইল ক্লাব অফ আরুশির আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচী

ইনার হুইল ক্লাব অফ আরুশি এর আয়োজন বিজয়ী এবং পরিবেশ সংরক্ষণ আন্দোলন এর সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন হলো।
২রা আগষ্ট সকাল ১১ ঘটিকায় চাঁদপুরের পুরান বাজারে আল হাফসা ইসলামিয়া দারুল মাদ্রাসায় বিভিন্ন ফলদ ,বনজ ও ঔষধিগাছ রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরন করা হয়।
ইনার হুইল ক্লাব অফ আরুশির চার্টার প্রেসিডেন্ট নিলুফার করিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অফ আরুশির চার্টার ট্রেজারার এবং বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, পরিবেশ সংরক্ষণ আন্দোলন এর প্রতিষ্ঠাতা আশিক খান।
মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পরিবেশ ভিত্তিক কুইজ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার দিয়ে, পরিবেশ রক্ষায় নিলুফার করিম দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে। ভবিষ্যৎ বাস যোগ্য পৃথিবী গড়তে বৃক্ষ রোপন এর প্রয়োজনীয়তা অপরিসীম।
গাছ আমাদের বন্ধু, এই বন্ধুকে লালন করতে হবে আমাদের স্বার্থে। তাই এখন বর্ষাকাল সবাই নিজ নিজ বাড়ির আঙ্গিনা সহ সকল খোলা জায়গায় বৃক্ষ রোপন করি।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক, শিক্ষক মন্ডলি,বিজয়ীর ভলোনটিয়ার বৃন্দ সহ এলাকার শুধীজন।
FacebookMessengerWhatsAppTelegramTwitterPrintCopy Link