চাঁদপুরে আড়তে মিলল জেলিযুক্ত ৪৫ মণ চিংড়ি

চাঁদপুরের হাজীগঞ্জে জেলিযুক্ত ৪৫ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার দেররা মাছের আড়তে যৌথ অভিযান পরিচালনা করে এগুলো জব্দ করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন।
এ তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেররা আড়তে আজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়তের সামনে বক্সে থাকা ১ হাজার ৮০০ কেজি বা ৪৫ মণ জেলি পুশ করা চিংড়ি জব্দ করা হয়। কেউ এগুলোর মালিকানা দাবি না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
দুপুরে জব্দ চিংড়িগুলো কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। অভিযানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




