চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে চাঁদপুরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তোমাদেরকে আরও ভালো খেলতে হবে, ফুটবলের মান আরও উঁচুতে নিয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। যারা আজ বিজয়ী হয়েছ, তারা ভালো খেলেছো — তবে যারা পারেনি, তারাও অনুপ্রাণিত হবে পরেরবার আরও ভালো করতে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন,খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে তোলে। তোমরাই হবে আগামী দিনের যোগ্য নাগরিক। অনুষ্ঠানে চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় জমে ওঠে রোমাঞ্চকর লড়াই।
প্রথম রাউন্ডে নারী ফুটবলে অংশ নেয় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং মতলবের কেএফটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ। টানটান উত্তেজনাপূর্ণ ৩০ মিনিটের খেলায় মতলবকে ২–০ গোলে পরাজিত করে বিজয়ী হয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের নারী দল। এরপর বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় চাঁদপুর সদর উপজেলার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং হাজীগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয়।
দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে নির্ধারক গোল করে ১–০ ব্যবধানে চাঁদপুর সদর দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে নারী ফুটবল বিভাগে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ বিজয়ী এবং মতলব কেএফটি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ হয়। বালক বিভাগে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী ও চাঁদপুর সদর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রানার্স আপ হিসেবে পুরস্কার গ্রহণ করে। এছাড়াও দাবা, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্স আপ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরো স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আমেজ। উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক, এবং বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন।
চাঁদপুর জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জনের পথ তৈরি করে দেয়।




