চাঁদপুর সকাল

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ

২ মাস আগে
চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের গত ২৫ আগস্ট ২০২৫ জারিকৃত বদলি আদেশ প্রজ্ঞাপন মূলে ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার মুহাম্মদ নূর আজম শরীফ পৌর নির্বাহী কর্মকর্তা পদে চাঁদপুর পৌরসভায় যোগদান করেছেন। তিনি সদ্য অবসরগ্রহণকৃত কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।


নবাগত পৌর নির্বাহী কর্মকর্তা নূর আজম শরীফ ফরিদগঞ্জ উপজেলার ৩নং পূর্ব সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর (মুন্সিবাড়ি) গ্রামের বাসিন্দা হলেও জন্ম থেকে চাঁদপুর সদরস্থ দোকানঘর এলাকায় বসবাস করছেন। তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।


তাঁর পিতা ডা. এমএ জামান পুরাণবাজার রয়েজ রোডস্থ নূর হোমিও হলের স্বত্বাধিকারী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও ২ সন্তানের জনক।


কর্মজীবনে তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, লাকসাম, নবীগঞ্জ ও হাজীগঞ্জ পৌরসভায় সততা, দক্ষতা ও সুনামের সাথে ইতঃপূর্বে দায়িত্ব পালন করেছেন। ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভায় যোগদান করে তিনি সম্মানিত সকল পৌরবাসী, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি, পৌরসভার সহকর্মীসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।


উল্লেখ্য, নূর আজম শরীফ এসএসসি ১৯৯৮ ব্যাচ। চাঁদপুর শহরের বিখ্যাত আল-আমিন একাডেমীর একজন সাবেক কৃতী শিক্ষার্থী।