চাঁদপুর সকাল

ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-ইউএনওদের নেতৃত্বে কমিটি গঠনের বিধান বাতিল

প্রায় ১ মাস আগে
ভোটকেন্দ্র স্থাপনে ডিসি-ইউএনওদের নেতৃত্বে কমিটি গঠনের বিধান বাতিল
জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে কমিটি গঠনের বিধান বাদ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সংশোধনী নিয়ে ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


ভোটকেন্দ্র স্থাপন ইসির দায়িত্ব হলেও, গত সংসদ নির্বাচনের আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন প্রশাসন ও পুলিশের কর্মকর্তাদের এই কাজে যুক্ত করেছিল। সেই কারণে নীতিমালায় সংশোধন আনা হয়েছিল। কিন্তু সমালোচনার পর নতুন কমিশন আবার ভোটকেন্দ্র স্থাপনের ক্ষমতা মাঠ পর্যায়ের ইসি কর্মকর্তাদের হাতে ফিরিয়ে দিয়েছে।


আগের নীতিমালায় বলা হয়েছিল, ভোটকেন্দ্র স্থাপনের জন্য উপজেলা পর্যায়ে ইউএনও-কে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি এবং জেলা পর্যায়ে ডিসির নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হবে। উপজেলা কমিটির তৈরি খসড়া তালিকা জেলা বা মহানগর কমিটিতে পাঠানো হতো। ওই কমিটি দৈবচয়নের মাধ্যমে ভোটকেন্দ্র সরেজমিনে তদন্ত করে মতামত প্রদান করতো এবং জেলা নির্বাচন কর্মকর্তা তা নির্বাচন কমিশনে পাঠাতেন।


নতুন নীতিমালায় উপজেলা ও জেলা পর্যায়ের কমিটি গঠনের বিধান বাদ দেওয়ায় ভোটকেন্দ্র স্থাপনের কাজ সম্পূর্ণ ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বে এসেছে বলে জানানো হয়েছে।


নীতিমালায় বলা হয়েছে, গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং গড়ে ৫০০ পুরুষ ভোটার ও ৪০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। যদি বিদ্যমান ভোটকেন্দ্র নদী ভাঙন বা অন্য কোনো কারণে ব্যবহার অনুপযোগী হয়, তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন ভোটকেন্দ্র স্থাপন করতে হবে।


নতুন ভোটার সংখ্যা বৃদ্ধির কারণে নতুন ভোটকেন্দ্র স্থাপনের প্রয়োজন হলে সেটিও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নির্বাচিত প্রতিনিধি ও রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে নির্ধারণ করতে হবে।


এছাড়া, ভোটারদের যাতায়াতের সুবিধা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় রেখে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। দুই ভোটকেন্দ্রের দূরত্ব যেন তিন কিলোমিটারের বেশি না হয় এবং একাধিক ভোটকেন্দ্র খুব কাছে না স্থাপিত হয় তা নিশ্চিত করতে হবে। ভোটারদের কাছাকাছি ভোটকেন্দ্র অতিক্রম করে দূরের ভোটকেন্দ্রে যেতে না হয়, সে বিষয়টিও বিশেষ